ডা. জাফরুল্লাহর জবাব দাখিল ৯ আগস্ট
০৫ আগস্ট, ২০১৫
আদালত অবমাননার অভিযোগের বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জবাব দাখিলের তারিখ পেছাল। তাকে আগামী ৯ আগস্ট জবাব দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জাফরুল্লাহ চৌধুরীর আইনজীবী জবাব দাখিলের জন্য এক মাস সময় প্রার্থনা করলে আদালত এই দিন ধার্য করেন। ড. জাফরুল্লাহ চৌধুরী এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
ডেভিড বার্গম্যানের সাজার রায়ের বিষয়ে গণমাধ্যমে বিবৃতি প্রদান নিয়ে দায়ের করা আদালত অবমাননা মামলায় ড. জাফরুল্লাহ চৌধুরীকে ট্রাইব্যুনাল ইতিপূর্বে যে সাজা প্রদান করেছিলেন, ওই সাজার বিষয়ে তিনি গণমাধ্যমে কিছু বক্তব্য প্রদান করায় গণজাগরণ মঞ্চের একটি অংশ এবং কয়েকজন মুক্তিযোদ্ধা তার বিরুদ্ধে এই আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন।
এই অভিযোগ আমলে নিয়ে ইতিপূর্বে ট্রাইবুনাল কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না মর্মে আদেশ জারি করেছিলেন।