ডা. জাফরুল্লাহকে ফের ট্রাইব্যুনালে তলব
১২ জুলাই, ২০১৫
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আবারও তলব করেছেন ট্রাইব্যুনাল-২। আগামী ২২ জুলাই সকাল সাড়ে ১০টায় তাকে ট্রাব্যুনালে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। রোববার আদালত অবমাননার বিষয়ে এক আদেশে এ নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে তৃতীয় দফায় আদালত অবমাননার অভিযোগ তোলেন তিন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের একাংশ।
গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিষ্ট্রারের কাছে আদালত অবমাননার আবেদন করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা আলী আসগর, মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক কামাল পাশা চৌধুরী ও কর্মী এফএম শাহীন।
আবেদনে তারা ট্রাইব্যুনালের বিচারকদের মানসিক অসুস্থ বলেছেন বলে দাবি করা হয়।
প্রসঙ্গত, ব্রিটিশ নাগরিক ও নিউএজ পত্রিকার সাংবাদিক ডেভিড বার্গম্যানকে দেয়া ট্রাইব্যুনালের সাজার বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়ায় গত ১০ জুন আদালত অবমাননার দায়ে তাকে এক ঘণ্টার কারাদণ্ড (ট্রাইব্যুনালের এজলাসকক্ষে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা) এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২।
আসামির কাঠগড়ায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে দণ্ড ভোগ করলেও জরিমানা দেবেন না জানিয়ে আদালতের ভেতরে বাইরে নানাভাবে প্রতিক্রিয়া প্রকাশ করেন ডা. জাফরুল্লাহ।