‘ডাক্তারদের জন্য নতুন আইন’
সরকার ডাক্তারদের জন্য নতুন আইন ও কাউন্সিলের কথা ভাবছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, “ভুক্তভোগী রোগীরা যাতে ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন সেই লক্ষেই আমরা ডাক্তারদের জন্য নতুন আইন ও কাউন্সিলের কথা ভাবছি।”
তিনি আরো জানান, “এ বিষয়ে আইনের কথা ভাবছি। যদিও এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।”
কাউন্সিলে ডাক্তারদের পাশাপাশি অন্য পেশার মানুষদেরও রাখা হবে বলে জানান মন্ত্রী।
রাজশাহীতে ডাক্তারদের কর্মবিরতীর ঘটনা দুঃখজনক বলে উল্লেখ করেন মন্ত্রী।
তিনি বলেন, “ডাক্তাররা অভিযোগ দিতে পারতেন। কিন্তু তারা এটা না করে কর্মবিরতীতে গিয়ে রোগীদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করেছেন।”