ডাকসুতে হামলাকারীদের ফুটেজ দেখে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

25/12/2019 8:34 pmViews: 11

ডাকসুতে হামলাকারীদের ফুটেজ দেখে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার রাজধানীর শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডাকসুতে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের খোঁজা হবে। হামলাকারীরা কেউ পার পাবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়ানক ছোবল থেকে বাঁচাতে সবাইকে সচেষ্ট থাকতে হবে। আমাদের আগামীর প্রজন্ম মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাবে, এটা আমরা চাই না। যাতে আমাদের সন্তানরা নিরাপদে থাকে সে দিকে খেয়াল রাখতে হবে।

Leave a Reply