ডন সিরিজের পরবর্তী নায়িকা ক্যাটরিনা!
সম্প্রতি এই সিনেমার পরিচালক ফারহান আখতার ডন ৩ তৈরি করার পরিকল্পনা করেছেন। এজন্য ডন শাহরুখের সঙ্গে কথাও বলেছেন পরিচালক।
ডন সিরিজে প্রিয়াংকার অভিনয় ছিল প্রানবন্ত। তবে সেই প্রিয়াংকাকে বাদ দেয়া হতে পারে পরবর্তী সিনেমায়। কে হচ্ছেন শাহরুখের নায়িকা। এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। বি টাউনের একটি সূত্রের দাবি, এই চরিত্রে নেয়ার কথা ভাবা হচ্ছে ক্যাটরিনাকে।
এ বিষয়ে নাকি ক্যাটরিনার সঙ্গে এক প্রস্থ কথাও সেরে ফেলেছেন ফারহান। খবরটা কতটা সত্যি তা এখনই বোঝা মুশকিল।
কারণ ছবির কাজ এখনও সেভাবে শুরুই হয়নি। তাই এই নিয়ে জল্পনা-কল্পনা এখন আরও অনেক দূর যে গড়াবে তাতে কোনো সন্দেহ নেই।