ঠাকুরগাঁও সীমান্তে আরেক বাংলাদেশি বিএসএফের হাতে আটক

25/04/2014 9:50 amViews: 7

ঠাকুরগাঁও সীমান্তে আরেক বাংলাদেশি বিএসএফের হাতে আটক
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে দুলাল নামে আরেক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। এনিয়ে গত ২৪ ঘন্টায় ওই সীমান্তে দুইজন বাংলাদেশি বিএসএফের হাতে আটকা পড়লো।

আটক দুলালকে শুক্রবার সকালে ভারতীয় ইসলামপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করে বিএসএফ। বিজিবির আহ্বানে সংশ্লিষ্ট সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অনুষ্ঠিত কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে এ তথ্য বিজিবিকে জানায় বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার মরাধার গ্রামের রজব আলীর ছেলে দুলাল হোসেন (৩২) অবৈধভাবে ভারতে যাওয়ার সময় রত্নাই সীমান্তে ৫৮২/২ এস পিলারের ৫০ গজ ভারত সীমান্তে ১২১ সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

এর আগে মন্ডুমালা সীমান্তের ওপারে আটক বাংলাদেশি খলিলকে বৃহস্পতিবার সকালে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

৩০ বিজিবির ঠাকুরগাঁও ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্ণেল কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রত্নাই সীমান্তের ওপারে আটক বাংলাদেশি দুলালকে শুক্রবার সকালে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। এর মাধ্যমে ভারতীয় আইনের আওতায় চলে যাওয়ায় এই বাংলাদেশির ভাগ্য এখন নির্ধারণ করবে ভারতীয় কোর্ট। বিজিবির আপাতত আর কিছু করণীয় থাকছে না বলে তিনি জানান।

Leave a Reply