ট্রেন লাইনচ্যুত হয়ে ক্যামেরুনে নিহত ৫৩

22/10/2016 5:53 pmViews: 14
ট্রেন লাইনচ্যুত হয়ে ক্যামেরুনে নিহত ৫৩
 
ট্রেন লাইনচ্যুত হয়ে ক্যামেরুনে নিহত ৫৩
ক্যামেরুনে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে উল্টে পড়ার ঘটনায় ৫৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৩০০ জন।
ক্যামেরুনের সর্ববৃহৎ দুটি শহর ইয়োনদে থেকে দৌয়ালায় যাচ্ছিল ট্রেনটি। দ্য এসোসিয়েট প্রেস জানায়, ট্রেনটি ৬০০ যাত্রী ধারণক্ষম হলেও এদিন সেখানে ১ হাজার ৩০০ জন যাত্রী আরোহণ করে। তীব্র বৃষ্টিপাতের কারণে এদিন ট্রেন লাইনের ওপর অতিরিক্ত কাঁদা ছিল। এ ছাড়াও ট্রেনটি তার নিয়মিত গতির থেকে বেশি গতিতে চলছিল। এ সকল কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির পরিবহন মন্ত্রী এডগার্ড অ্যালেইন মেবে নাগো জানান, নিহতের পাশাপাশি ৩০০ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।

Leave a Reply