ট্রেনের ধাক্কায় ৩ যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ট্রেনের ধাক্কায় তিন যুবকের মৃত্যু হয়েছে।
কমলাপুর রেলওয়ে পুলিশের এসআই নজরুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ৩টার দিকে খিঁলগাও রেলক্রসিং এ মো. কালাম (৩০) এবং খিলক্ষেত রেল গেইট এলাকায় সঞ্জয় (২৮) নামের এক যুবক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
এর আগে দুপুর দেড়টায় দিকে নাখালপাড়া রেলক্রসিং এলাকায় অজ্ঞাতপরিয়ের এক ব্যক্তি ট্রেনের ধাক্কায় আহত হন।
পরে উপস্থিত পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।