ট্রিপল মার্ডার: ফারুক ও নূর ৩ দিনের রিমান্ডে
রাজধানীর মধ্যবাড্ডার ট্রিপল মার্ডারের ঘটনায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা ফারুক মিলন ও নূর মোহাম্মদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। আজ ফারুক মিলন ও নূর মোহাম্মদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুল হক রিমান্ড আবেদন করেন।
গতকাল রাতে ভাটারা ও বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে ফারুক মিলন ও নূর মোহাম্মদকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নূর মোহাম্মদের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে। তিনি বাড্ডা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। ফারুক মিলন বাড্ডা এলাকার স্থায়ী বাসিন্দা।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মধ্যবাড্ডার আদর্শনগর পানির পাম্প এলাকায় বসে আলোচনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাহবুবুর রহমান গামা এবং তার সঙ্গে থাকা ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসু মোল্লা ও স্থানীয় ক্লিনিকের ম্যানেজার ফিরোজ আহমেদ মানিক। হাসপাতালে নেয়ার পর দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরদিন গামাও মারা যান। কিলিং মিশনে অংশ নেয়াদের টার্গেট ছিল গামাকে হত্যা করা। ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড হয় বলে জানিয়েছে পুলিশ।