ট্রাম্প ৩২ : হিলারি ২৫

08/11/2016 8:49 pmViews: 9

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম কেন্দ্রের ভোটে ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন জয়ী হলেও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের ঘুরে দাঁড়াতে সময় লাগেনি। তিনটি শহরের ফলাফল অনুযায়ী ট্রাম্প ৩২-২৫ ভোটে এগিয়ে গেছেন।

প্রথম নির্বাচনী কেন্দ্র হিসেবে নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচ-এর বাসিন্দারা মধ্যরাতে ভোট দেন তাদের পছন্দের প্রার্থীকে। বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ২ ভোটে হারিয়ে দেন ডেমোক্রেটিক প্রার্থী।

ডিক্সভিল নচের ৮টি ভোটের মধ্যে হিলারি পান ৪টি ভোট, ডোনাল্ড ট্রাম্প পান ২টি ভোট, লিবার্টেরিয়ান প্রার্থী গ্যারি জনসন পান ১টি ভোট এবং মিট রোমনি ১টি ভোট।
কিন্তু হার্টস লোকেশন ও মিলসফিল্ডের ফলাফল প্রকাশিত হলে দেখা যায় ট্রাম্প এগিয়ে গেছেন ৩২-২৫-এ। হার্টসেও জয়ী হন হিলারি। এখানে হিলারি জয়ী হন ১৭-১৪ ভোটে। কিন্তু মিলসফিল্ডে ট্রাম্প পান বিশাল জয়। এখানে ট্রাম্প জয়ী হন ১৬-৪ ভোটে।

 

 

 

Leave a Reply