ট্রাম্প ফাউন্ডেশন বন্ধের ঘোষণা

25/12/2016 11:13 amViews: 18
ট্রাম্প ফাউন্ডেশন বন্ধের ঘোষণা
 
ট্রাম্প ফাউন্ডেশন বন্ধের ঘোষণা
প্রেসিডেন্ট পদ গ্রহণের আগে নিজ নামে খোলা দাতব্য প্রতিষ্ঠান ট্রাম্প ফাউন্ডেশন বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট অফিসে যোগ দেয়ার পূর্বে সকল বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। খবর সিএনএন।
এক বিজ্ঞপ্তিতে ট্রাম্প জানান, ফাউন্ডেশন বন্ধ করে দেয়া হচ্ছে ‘প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে সম্ভাব্য সংঘর্ষ এড়ানোর জন্য’। কয়েক সপ্তাহ আগে ট্রাম্প ঘোষণা করেন, প্রেসিডেন্ট পদে থাকাকালে তিনি ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গেও কোন সম্পর্ক রাখবেন না। এ ক্ষেত্রেও যে কোন বিতর্ক এড়াতে ট্রাম্প অর্গানাইজেশনের দায়িত্ব পরিবারের সদস্যদের ওপর অর্পণ করবেন বলে জানান তিনি।
ট্রাম্প এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে সকল বিতর্ককে পেছনে ফেলে প্রেসিডেন্ট পদের জন্য প্রস্তুত হওয়াকে ইঙ্গিত করেছেন। কিন্তু তারা কোটি কোটি ডলারের কোম্পানির ভবিষ্যৎ নিয়ে কি হবে এবং প্রেসিডেন্ট থাকা কালে তার সিদ্ধান্তগুলোতে এই প্রতিষ্ঠানের কোন প্রভাব ফেলবে কিনা, তাই ভবিষ্যতে দেখার বিষয়।
শনিবার ট্রাম্প জানান, বিগত সময়গুলোতে ফাউন্ডেশন আইন প্রয়োগকারী সংস্থা এবং শিশুদের আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে। তিনি জানান, বর্তমানে অন্য উপায়ে তিনি এই গোষ্ঠীকে সহায়তা করতে চান। সিএনএন এ সময় উল্লেখ করে, ট্যাক্স রেকর্ড অনুসারে ট্রাম্প ২০০৮ সালের পর এই ফাউন্ডেশনে আর কোন অর্থ সহায়তা প্রদান করেনি। সিএনএন।

Leave a Reply