ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে নিতে আব্বাসকে বিন সালমানের চাপ

25/12/2017 10:24 amViews: 4

ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে নিতে আব্বাসকে বিন সালমানের চাপ

 


 

ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে নিতে আব্বাসকে বিন সালমানের চাপট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে নিতে আব্বাসকে বিন সালমানের চাপ

 

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় সমর্থন দিতে মাহমুদ আব্বাসকে আহ্বান জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। গত সপ্তাহে সৌদি আরব সফরকালে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে এই আহ্বান জানানো হয়। কয়েক দিন আগে ইস্তাম্বুলে ওআইসির সম্মেলনের পর মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের মধ্যস্ততা মানবেন না এমন ঘোষণা দেয়ার পরই তাকে রিয়াদে আমন্ত্রণ জানায় সৌদি আরব।

এ সফরকালে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স বিন সালমানের সাথে বৈঠক করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। বিষয়টি সম্পর্কে ঘনিষ্ঠভাবে অবগত এমন ফিলিস্তিনি কর্মকর্তাদের সূত্র জানা গেছে বিন সালামন আব্বাসকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র হচ্ছে একমাত্র দেশ যাদের প্রভাব রয়েছে ইসরাইলের ওপর। এটিই একমাত্র দেশ যারা শান্তি প্রক্রিয়ার বিষয়ে ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করতে পারে যা ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, কিংবা চীনের কেউ পারবে না’।

এর আগে মাসের শুরুতে আব্বাসের রিয়াদ সফরের সময় বিন সালমান তাকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র একটি শান্তি প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রক্রিয়াটির শুরুতে অতটা সুন্দর না মনে হলেও এর শেষটা হবে সুন্দর’।
এ ছাড়া এবারের বৈঠকে লেবাননে অবস্থানরত ফিলিস্তিনিদের সৌদিপন্থী কর্মকর্তাদের সাথে সম্পর্ক রাখতে এবং ইরানপন্থী হিজবুল্লার সাথে দূরত্ব বজায় রাখতে আব্বাসের মাধ্যমে অনুরোধ জানান ক্রাউন প্রিন্স। ফিলিস্তিনের এক কর্মকর্তা বলেন, ‘কিছু বিষয়ে বিন সালমান প্রেসিডেন্ট আব্বাসকে সতর্ক করে দেন যে, লেবাননে তিনি যদি যথাযথ কাজ না করেন, মোহাম্মদ দাহলানের মতো কেউ সেই ভূমিকা নিতে পারে’।

পূর্ব জেরুসালেম ইস্যু ও ফিলিস্তিনি উদ্বাস্তুদের ফিরিয়ে আনার বিষয়গুলো পরবর্তী আলোচনার আগ পর্যন্ত স্থগিত রাখার কথা বলার পর গত মাসে ট্রাম্পের শান্তি পরিকল্পনা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। প্রসঙ্গত ফিলিস্তিনিরা বরাবরই পূর্ব জেরুসালেমকে তাদের রাজধানী হিসেবে দাবি করে আসছে। সর্বশেষ বৈঠকে সৌদি ক্রাউন প্রিন্স মাহমুদ আব্বাসকে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে এবং ওই অঞ্চলে মাইক পেন্সের সফরকে স্বাগত জানাতে ‘নমনীয় কূটনীতির’ আশ্রয় নিয়েছেন। আগের মতো কোনো চাপ বা হুমকি না দিয়ে আহ্বান জানিয়েছেন বিষয়টি মেনে নিতে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, মাহমুদ আব্বাস বিন সালমানকে স্পষ্টই জানিয়ে দিয়েছেন, তিনি যেকোনো অর্থপূর্ণ শান্তি প্রক্রিয়ার প্রতি অঙ্গীকারবন্ধ।

ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট ক্রাউন প্রিন্সকে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী দুইরাষ্ট্র সমাধান ও পূর্ব জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী করে কোনো শান্তি প্রক্রিয়া শুরু করে তাহলে আমার দ্রুতই সেটিতে জড়িত হতে প্রস্তুত। কিন্তু যদি কোনো ইসরাইলি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র আসে তাহলে তা মানা সম্ভব নয়। এই কথার মাধ্যমে তিনি মূলত শান্তি প্রক্রিয়ার দরজা খোলা রেখেছেন’।

ওই ফিলিস্তিনি কর্মকর্তা আরো বলেন, মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার বিষয়ে অবগত কিন্তু এটিকে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভিশনেরই অংশ মনে করছেন তিনি। জেরুসালেম, উদ্বাস্তু সঙ্কট, পানি বাদ দিয়ে পশ্চিম তীরের অর্ধেক, গাজা উপত্যকা নিয়ে একটি ক্ষুদ্র রাষ্ট্র কখনোই সমাধান হতে পারে না।

Leave a Reply