ট্রাম্পের প্রচারণা ম্যানেজার গ্রেপ্তার

30/03/2016 6:05 pmViews: 5

ট্রাম্পের প্রচারণা ম্যানেজার গ্রেপ্তার

 

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বিষয়ক ম্যানেজার কোরি লেওয়ানদোস্কি (৪২)কে গ্রেপ্তার করা হয়েছে। ফ্লোরিডায় একজন সাংবাদিকের সঙ্গে অশোভন ব্যবহারের জন্য তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, গত ৮ই মার্চ প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে ডোনাল্ড ট্রাম্প যখন প্রচারণা চালাচ্ছিলেন তখন তাকে প্রশ্ন করার চেষ্টা করেন সাংবাদিক মিশেল ফিল্ডস। তিনি ব্রেইতবার্ত-এর হয়ে কাজ করেন। কিন্তু তিনি প্রশ্ন করার চেষ্টা করতেই তাকে জাপটে ধরেন কোরি। তার হাত ধরে টানতে থাকেন। এ জন্য ফ্লোরিডার জুপিটার পুলিশ কোরিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। তবে তার পক্ষ নিয়েছেন রিপাবলিকান দলের ফ্রন্টরানার ডোনাল্ড ট্রাম্প। তিনি বার বার তার পক্ষ নিয়ে কথা বলেছেন। মঙ্গলবার রাতে সিএনএস টাউন হলে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি এখনও তার প্রচারণা বিষয়ক ম্যানেজারের প্রতি অনুগত। তিনি এখনও ওই পদে আছেন।

Leave a Reply