ট্রাম্পের প্রচারণা ব্যবস্থাপককে অব্যাহতি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রচারণা ব্যবস্থাপক কোরি ল্যাবেনডস্কি অব্যাহতি দিয়েছেন। দেশটির স্থানীয় সময় সোমবার তাকে অব্যহতি দেয়া হয়।
তবে ঠিক কি কারণে তাকে বরখাস্ত করা হয়েছি বিষয়টি নিশ্চিত নয়। তবে জানা গেছে, প্রচারণা পিছিয়ে পড়ার কারণে এবং রিপাবলিকানসহ আরো অনেকের সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। তাই সব মিলিয়ে নিজের প্রচার নিয়ে খুব একটা খুশি নন তিনি। অবশ্য ট্রাম্পের মুখপাত্র জানিয়েছেন, ল্যাবেনডস্কি আর প্রচারণায় কাজ করবেন না। তাঁর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য আমরা কৃতজ্ঞ।
উল্লেখ্য, রয়টার্স ইপসোস জরিপে দেখা গেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে পিছিয়ে পড়েছেন ট্রাম্প। এ সপ্তাহের জরিপে দেখা গেছে, ৪৫ দশমিক ৫ শতাংশ আমেরিকান ভোটার হিলারিকে সমর্থন করছে। অন্যদিকে, ৩৪ দশমিক ৮ শতাংশ মানুষ ট্রাম্পকে সমর্থন করছে। রবিবার হিলারির পক্ষে সমর্থন দেখা গেছে ৪৬ দশমিক ৬ শতাংশ এবং ট্রাম্পের ৩২ দশমিক ৩ শতাংশ। বিবিসি।