ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অর্থ না জোগাতে রিপাবলিকান নেতাদের চিঠি

12/08/2016 5:28 pmViews: 6

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অর্থ না জোগাতে রিপাবলিকান নেতাদের চিঠি

 

প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনসহ নানা ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজ দল রিপাবলিকানেও তার বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই। ক’দিন আগেই দলের শীর্ষ কয়েকজন নেতা জানিয়েছেন, তারা চূড়ান্ত নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করবেন না। এবারে রিপাবলিকান নেতারা দলের জাতীয় কমিটির কাছে চিঠিতে লিখেছেন, ট্রাম্পকে যেন নির্বাচনী তহবিল থেকে সহায়তা বন্ধ করা হয়। তারা আশঙ্কা করেছেন, ট্রাম্পের ‘বিভক্তি’ ও ‘অযোগ্যতা’ নভেম্বরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে দলের ভরাডুবি ঘটাবে। আর তাই ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অর্থ খরচ করার চেয়ে সিনেট ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভে দলের প্রার্থীদের জন্য অর্থ খরচে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বিবিসির খবরে বলা হয়, ৭০ জনেরও বেশি রিপাবলিকান চিঠি লিখেছেন রিপাবলিকান ন্যাশনাল কমিটি বরাবর। সেই চিঠির একটি কপি পেয়েছে মার্কিন রাজনীতি বিশ্লেষণী সংগঠন পলিটিকো। সেই চিঠিতে লেখা হয়েছে, ‘আমরা মনে করি ট্রাম্পের বিভক্তিমূলক, বেপরোয়া আচরণ, অযোগ্যতা ও রেকর্ডভাঙা অজনপ্রিয়তা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের ভূমিধ্বস বিজয়ের হুমকি তৈরি করেছে।’ আর সে কারণে ‘ট্রাম্পকে ঘাড়ে নিয়ে ডুবে যাওয়া’ প্রতিহত করতে দলের সর্বশেষ কনভেনশনের সম্পদ সিনেট ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভে যেসব প্রার্থী ঝুঁকিতে রয়েছেন তাদের মধ্যে বিতরণ করার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘এটা কোনো কঠিন সিদ্ধান্ত হবে না। কারণ ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা দিন দিন উবে যাচ্ছে।’ এমন চিঠির খবর পেয়ে খানিকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। দল থেকে তহবিল না দেয়া হলেও উদ্বিগ্ন হবেন না জানিয়ে তিনি বলেন, ‘আমাকে যেটা করতে হবে তা হলো রিপাবলিকান পার্টিতে অনুদান দেয়া বন্ধ করা।’ এদিকে টাইম ম্যাগাজিন বৃহস্পতিবার এক খবরে জানিয়েছে, রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের চেয়ারম্যান রিয়েন্স প্রিবাস ট্রাম্পের প্রচারণা তহবিল থেকে অনুদান তুলে নেয়ার হুমকি দিয়েছেন। এই অর্থ বরং তিনি কংগ্রেসের প্রচারণার ব্যয়ের পক্ষে মত দিয়েছেন। তবে এ ধরনের কোনো আলোচনার কথা অস্বীকার করেছেন ট্রাম্প।

Leave a Reply