ট্রাম্পের দাবি প্রত্যাখান করলেন নির্বাচনী কর্মকর্তারা
ট্রাম্পের দাবি প্রত্যাখান করলেন নির্বাচনী কর্মকর্তারা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির যে অভিযোগ তুলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সেটি প্রত্যাখান করেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনী কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন ফেডারেল ইলেকশন কমিটির পক্ষ থেকে এমনটি জানানো হয়।
মার্কিন নির্বাচনী কর্মর্তারা বলেন যে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন ছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত নির্বাচন। এই নির্বাচনে জালিয়াতি হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো রকম প্রমাণ ছাড়াই দাবি করেছেন যে নির্বাচনে প্রায় ২৭ লাখ ভোট কারচুপি করা হয়েছে।
গত ৩ নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। বাংলাদেশ সময় গত শনিবার রাতে পেনসিলভেনিয়া রাজ্যে জয়ের মাধ্যমে ২৭০ ইলেক্টোরাল ভোটের ম্যাজিক ফিগার পার করেন বাইডেন । আর এর মাধ্যমেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার জয় নিশ্চিত হয়। এদিকে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এখনো চাপা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই আছে।