ট্রাম্পকে সংবাদমাধ্যমের উপদেশ নেয়ার পরামর্শ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংবাদমাধ্যমের ওপর চড়াও না হয়ে বরং সংবাদমাধ্যমের উপদেশ নেয়ার পরামর্শ দিয়েছেন।
ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ‘অসৎ’ ও ‘নিয়ন্ত্রণের বাইরে’ বলে মন্তব্য করার প্রেক্ষাপটে নিউজিল্যান্ডে এক সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যম সম্পর্কে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে টার্নবুল একথা বলেন। খবর এএফপি’র।
কুইন্সটাউনে এ সংবাদ সম্মেলনে টার্নবুল বলেন, ‘উইনস্টন চার্চিল একবার বলেছিলেন যে সংবাদপত্রের বিরুদ্ধে রাজনীতিবিদদের অভিযোগ, সমুদ্রের বিরুদ্ধে নাবিকের অভিযোগের মতো।’
তিনি আরো বলেন, ‘এখানে বেশি বিতর্কের কিছু নেই। আমরা তো গণমাধ্যমের সঙ্গেই বাস করছি।’
টার্নবুল হাসি দিয়ে বলেন, ‘আমাদের বার্তা প্রচার করতে হবে।’
তিনি গণমাধ্যমে কর্মরত সকলকে নিজেদের সঠিক দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। বাসস/এএফপি/কেএআর।