ট্রাইব্যুনালের সব রায়ই প্রশ্নবিদ্ধ: মির্জা আব্বাস।

09/10/2013 11:48 amViews: 10

abasপ্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই সব রায়ই প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ পর্যন্ত ট্রাইব্যুনালে যতগুলো রায় হয়েছে; তা সবই প্রশ্নবিদ্ধ। এসময় তিনি বলেন, বিএনপি ক্ষমতা গেলে সকল যুদ্ধাপরাধীদের সঠিক বিচার করা হবে। বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার হোক একশ ভাগ চায় বলে জানান তিনি।

আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, নিজেদের ঘরে যুদ্ধপরাধী রেখে শুধুমাত্র বিরোধীদের বিচার কতটা মানসম্পন্ন।

‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও মজলুম সাংবাদিক মাহামুদুর রহমান’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ডুয়েট প্রাক্তন ছাত্রদল এ্যাসোসিয়েশন (ডেজা)।

Leave a Reply