টেন্ডুলকারকে টপকে বিশ্বরেকর্ড কোহলির

07/07/2017 7:54 pmViews: 8
টেন্ডুলকারকে টপকে বিশ্বরেকর্ড কোহলির
 
টেন্ডুলকারকে টপকে বিশ্বরেকর্ড কোহলির
জ্যামাইকায় গতরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে এটি ছিলো তার ২৮তম সেঞ্চুরি। রান তাড়া করে এই নিয়ে ১৮বার সেঞ্চুরি করলেন কোহলি। ফলে ভারতেরই সাবেক মাষ্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে টপকে নয়া বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।
রান তাড়া করে ওয়ানডে ক্যারিয়ারে ১৭ বার সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার। শচীনের ১৭তম সেঞ্চুরি এসেছিলো ২৩২তম ইনিংসে। সেখানে কোহলির ১৮তম সেঞ্চুরি আসলো ১০২তম ইনিংসে। টেন্ডুলকারের ১৭টি সেঞ্চুরিতে ভারত জিতেছিলো ১৪ বার। এখানেও টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন কোহলি। তবে বেশ আগেই। কোহলির ১৮টি সেঞ্চুরিতে ভারত এখন পর্যন্ত জয় পেয়েছে ১৬টিতে।
ওয়ানডেতে রান তাড়া করে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয়স্থানে যৌথভাবে আছেন শ্রীলংকার তিলকরত্নে দিলশান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। দু’জনই ১১টি করে সেঞ্চুরি করেছেন। ১০টি করে সেঞ্চুরি আছে শ্রীলংকার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের সাঈদ আনোয়ারের।
ওয়ানডে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে সর্বোচ্চ সেঞ্চুরি করা ব্যাটসম্যানরা:
ব্যাটসম্যানম্যাচইনিংসসেঞ্চুরি
বিরাট কোহলি (ভারত)১০৯১০২১৮
শচীন টেন্ডুলকার (ভারত)২৪২২৩২১৭
তিলকরত্নে দিলশান (শ্রীলংকা)১৩৮১১৬১১
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)১৪৪১৩৯১১
সনাথ জয়সুরিয়া (শ্রীলংকা)২১৯২১০১০

Leave a Reply