টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপে গোলাগুলি

03/05/2015 4:17 pmViews: 4

টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপে গোলাগুলি

রাজধানীর তেজগাঁওয়ে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। শহীদ আজিজ হলে সিট ভাগাভাগিকে কেন্দ্র করে শনিবার রাত দেড়টার দিকে এ সংঘর্ষের শুরু হয়। এসময় অন্তত ১০-১২ রাউন্ড গুলি বিনিময় হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ আজিজ হলের আধিপত্য নিয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন শিশির ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব খানের সমর্থকদের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছে। ৪১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নিজেদের দলে টেনে শহীদ আজিজ হলে তোলা নিয়ে রাতে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই পক্ষের নেতাকর্মীরা রড, লাঠি, রামদাসহ বিভিন্ন অস্ত্র হাতে মুখোমুখি অবস্থান নিলে হলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্রলীগের নেতাকর্র্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত পাঁচজন আহত হয়। ঘটনার সময় ১০-১২ রাউন্ড গুলিবিনময় হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে রাত ৩টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে

Leave a Reply