টেকনাফে শীর্ষ মানবপাচারকারী গ্রেফতার

03/10/2015 7:45 pmViews: 9
টেকনাফে শীর্ষ মানবপাচারকারী গ্রেফতার

 

শীর্ষ পর্যায়ের এক মানব পাচারকারীকে কক্সবাজারের কটকনাফ থেকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মোহাম্মদ হাশেম (৪৬) । হাশেমের বিরুদ্ধে মানব পাচারের ২০টি মামলা রয়েছে। সে  আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য বলে দাবি করেছে পুলিশ।

টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, শনিবার বেলা আড়াইটার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

তিনি জানান, হাশেম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ১১ সদস্যের অন্যতম। ওসি বলেন, হাশেম দীর্ঘদিন ধরে সমুদ্রপথে মানবপাচারে জড়িত।

পুলিশ জানায়, মানবপাচারের বিরুদ্ধে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করার পর থেকেই হাশেম পলাতক ছিলেন।

Leave a Reply