টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
গোপালগঞ্জ, ১৫ জানুয়ারি : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও মন্ত্রীসভার সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার দুপুর ২টার দিকে টুঙ্গীপাড়ায় এ শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে পৌনে দুইটার দিকে মন্ত্রীসভার সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় হেলিকপ্টারে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৫ জানুয়ারির নির্বাচনে সরকার গঠনের পর এটাই টুঙ্গীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফর।
এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। বাজানো হয় বিউগল।
রাষ্ট্রীয় এসব অনুষ্ঠানিকতা শেষে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
পরে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা, মন্ত্রিপরিষদের সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর কবরের বেদির পাশে দাঁড়িয়ে বিশেষ মোনাজাত করেন।
এরপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এসব কর্মসূচিতে মন্ত্রিপরিষদের সদস্য, নবনির্বাচিত সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।
বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
পরে বিকাল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকাল ১১টায় টুঙ্গিপাড়া আসার কথা থকেলেও বৈরি আবহাওয়ার কারণে তিনি দুপুর পৌনে ২টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছান।