টি-২০ সিরিজ পাকিস্তানের

25/05/2015 11:37 amViews: 10
টি-২০ সিরিজ পাকিস্তানের

দুই ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ও শেষ টোয়েন্টি ২০ ম্যাচেও সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। রবিবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৫ রান করে জিম্বাবুয়ে। ফলে জয়ের জন্য পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ১৭৬ রান। জবাবে ইনিংসের মাত্র ২ বল বাকি থাকতে জয় পায় পাকিস্তান। এর মধ্যে অবশ্য তারা ৮ উইকেট হারায়। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান জয় পেয়েছিল ৫ উইকেটে। ফলে ২ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় পয়েছে শহীদ আফ্রিদিরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়।

টস জিতে প্রথমে ব্যাটিং করে সফরকারী জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে দলটি। সর্বোচ্চ ৫৮ রান (৩২ বলে) করে অপরাজিত ছিলেন সিন উইলিয়ামস। এ ছাড়া ৪৬ বলে ৪৯ রান করেন ওপেনার ভুসি সিবান্দা। আর অধিনায়ক এল্টন চিগাম্বুরা ২১ রান করেছেন মাত্র ৯ বল খেলে।

উল্লেখ্য, দেশ দুটির মধ্যে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে।

Leave a Reply