টি-২০ বিশ্বকাপ : প্রথম রাউন্ডে স্বাগতিক বাংলাদেশ

27/10/2013 3:13 pmViews: 11

ICC-20131027114715.jpg.pagespeed.ce.HMhNElCUD_স্পোর্টস রিপোর্টার
ঢাকা, ২৭ অক্টোবর: ২০১৪ আইসিসি টি-২০ বিশ্বকাপের মূল আকর্ষণ দ্বিতীয় রাউন্ড। এখানে খেলতে হলে প্রথম রাউন্ডে কোলিফাই করতে হবে স্বাগতিক বাংলাদেশকে।

এই রাউন্ডে র‌্যাঙ্কিংয়ের সেরা আটের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। আগামী বছরের ১৬ মার্চ থেকে শুরু হয়ে এবারের আসরটি চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

নতুন ফরম্যাট অনুযায়ী, ২০১২ সালের ৮ অক্টোবরের আইসিসি টি-২০ দলীয় র‌্যাঙ্কিং অনুযায়ী আটটি দেশ সরাসরি সুপার টেন-এ খেলার সুযোগ পেয়েছে। এ হিসেবে আইসিসি র‌্যাঙ্কিংয়ের নবম ও দশম দল যথাক্রমে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে খেলতে হচ্ছে প্রথম রাউন্ডে।

সুপার টেনে জায়গা করে নিতে হলে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে বাছাইপর্বের ছয় দলকে হারাতে হবে।

প্রথম রাউন্ডের ম্যাচগুলো হবে ১৬ থেকে ২১ মার্চ পর্যন্ত। এ রাউন্ডে বাংলাদেশ পড়েছে `এ` গ্রুপে। `বি` গ্রুপে জিম্বাবুয়ে। দুই গ্রুপের সেরা দলই দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে।

দ্বিতীয় রাউন্ড শুরু হবে আগামী ২১ মার্চ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের লড়াই দিয়েই শুরু হবে টি-২০ ক্রিকেটের আসল উত্তেজনা।

সুপার টেন এর গ্রুপ-১ এ  আছে  শ্রীলংকা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড । ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া গ্রুপ-২ এ।

দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করলে বাংলাদেশ ২৫ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ২৮ মার্চ ভারত, ২০ মার্চ পাকিস্তান ও ১ এপ্রিল অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে। সবগুলো ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে।

Leave a Reply