টি-টোয়েন্টির শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ। রবিবার ইডেন গার্ডেনে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ক্যারিবীয়রা। ইংলিশদের দেয়া ১৫৬ রানের টার্গেট ২ বল হাতে থাকতেই করে ফেলে ড্যারেন স্যামির দল।
১৪৬ রানের জবাবে ব্যাট করতে নামেন ক্রিস গেইল ও জনসন চার্লস। তবে, ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া আঘাত হানেন জো রুট। দ্বিতীয় ওভারেই বিদায় নেন দুই ক্যারিবীয় ওপেনার। ব্যক্তিগত এক রানে বেন স্টোকসের হাতে ধরা পড়েন চার্লস। আর এই স্টোকসের তালুবন্দি হয়েই ফেরেন দেশের হয়ে ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলতে নামা গেইল (৪)।
পরের ওভারে ডেভিড উইলি ফিরিয়ে দেন সেমিফাইনালের নায়ক লেন্ডল সিমন্সকে। এলবির ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন সিমন্স। েপাওয়ার প্লে’র ছয় ওভারে ওয়েস্ট ইন্ডিজ তিন উইকেট হারিয়ে তোলে ৩৭ রান। ৫৩ বলে তাদের দলীয় অর্ধশতক আসে।
ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে ব্রাভো বিদায় নেন। আদিল রশিদের বল তুলে মারতে গিয়ে রুটের হাতে ধরা পড়েন তিনি। বিদায় নেওয়ার আগে স্যামুয়েলসের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন তিনি। ২৭ বলে ব্রাভোর ব্যাট থেকে একটি চার ও ছক্কায় আসে ২৫ রান।
ইনিংসের ১৬তম ওভারে এক রান করা আন্দ্রে রাসেলকে ফিরিয়ে দিয়ে ক্যারিবীয়দের পঞ্চম উইকেট তুলে নেয় ইংল্যান্ড। ডেভিড উইলির বলে স্টোকসের হাতে ডিপ মিডেউইকেটে বাউন্ডারিতে ধরা পড়েন রাসেল। একই ওভারে বিদায় নেন দলপতি ড্যারেন স্যামি। অ্যালেক্স হেলসের তালুবন্দি হন ২ রান করা স্যামি।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৫ রান করে ইংলিশরা। তবে, ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই বিদায় নেন জেসন রয়। স্যামুয়েল বদ্রির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আন্দ্রে রাসেল ফিরিয়ে দেন আরেক ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসকে। শর্ট ফাইন লেগে বদ্রির তালুবন্দি হওয়ার আগে ৩ বলে এক রান করেন হেলস। এরপর ইনিংসের হাল ধরে সতর্ক থেকে ব্যাট চালানোর ইঙ্গিত দেন দলপতি ইয়ন মরগান ও ইনফর্ম ব্যাটসম্যান জো রুট। কিন্তু, উইকেটে থিতু হওয়ার আগেই স্কোরবোর্ডে আরও ১৫ রান তুলে বিদায় নেন মরগান। স্যামুয়েল বদ্রির বলে গেইলের হাতে ক্যাচ তুলে দেন ১২ বলে ৫ রান করা মরগান।