টি২০ বিশ্ব আসরের টিকিট বিক্রি ৭ নভেম্বর থেকে
স্পোর্টস ডেস্ক
ঢাকা, ২৬ অক্টোবর: আগামী ৭ নভেম্বর শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আসরের টিকিট বিক্রি। তবে এখনো এ আসরের সিলেট ভেন্যু নিয়ে অনিশ্চয়তা কাটলো।
এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের সুরাহা না হলে হয়তো আর মাঠে গড়াবেনা দেশের সবচেয়ে আলোচিত টূর্নামেন্টটি।
বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এসব কথা জানান।
এ দেশের ক্রিকেটে বিনা মেঘে বজ্রপাতের মতোই ফিক্সিংয়ের ঘটনা। আর তাতে জড়িয়ে পড়েন আশরাফুল। সেই ঘটনায় পরই, বেরিয়ে আসে অনেক থলের বিড়াল।
দেশের ক্রিকেটের অন্ধকার এই অধ্যয়ের কারণে প্রশ্ন বিদ্ধ করে তুলেছিলো বিপিএল-এর ভবিষ্যত। প্রায় ছ`মাস পেরিয়ে গেলোও, এখনও বিচার প্রক্রিয়া শুরু করতে পারে নি বিসিবি।
এতো বির্তকের মাঝেও ডিসেম্বারের মাঝামাঝি সময়ে বিপিএল-এর তৃতীয় আসর আয়োজনের ঘোষণা দিয়ে রেখেছিলো কতৃপক্ষ। কিন্তু, যখন আসর আয়োজনের সময় ঘনিয়ে আসছে, তখনই বিপিএল-এর জবনিকার ঈঙ্গিত দিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।
অন্যদিকে, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্ব আসরের সিলেট ভেন্যুর সংস্কার কাজ আইসিসি কয়েক দফা পরিদর্শন করে গেলেও, কাজের আশানুরূপ অগ্রগতি না থাকায় গ্রীণ সিগনাল মেলেনি বিসিবির। আর সদ্যই আইসিসি`র সভা শেষে দেশে ফিরে বিসিবি সভাপতিও এই ভেন্যু নিয়ে পরিস্কার কোন ধারণা দিতে পারেন নি।
সিলেট ভেন্যু নিয়ে ধোয়াশা না কাটলেও, বিসিবি প্রধান স্পস্টভাবেই জানিয়েছেন, আগামী ৭ নভেম্বর থেকে টি-টোয়েন্টির বিশ্ব আসরের টিকিট বিক্রি শুরু করবে আইসিসি।