টিকার ২৩ হাজার কোটি টাকা মন্ত্রী-এমপিদের পকেটে গেছে: ফখরুল

14/04/2022 12:41 pmViews: 6

টিকার ২৩ হাজার কোটি টাকা মন্ত্রী-এমপিদের পকেটে গেছে: ফখরুল

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সরকার জনগণকে টিকা প্রদান করেছেন। কিন্তু সম্প্রতি পত্রিকায় প্রকাশিত খবরে দেখা গেছে, ২৩ হাজার কোটি টাকার কোনো হিসাব নেই। হিসাবে বড় ধরনের গরমিল। এসব অর্থ তাদের মন্ত্রী, সচিবসহ নেতাকর্মীদের পকেটে গিয়েছে। সরকার বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে। কিন্তু চাকরি পাচ্ছে যারা নৌকায় সিল মারতে পারে তারা; আর যারা ২০ লাখ টাকা করে ঘুষ দিতে পারে তারা। বুধবার নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

এ সময় কাউন্সিলের মাধ্যমে উপজেলা বিএনপির কমিটির সভাপতি ঘোষণা করা হয় ইউছূফ আলী ভূঁইয়াকে আর সাধারণ সম্পাদক করা হয় জুয়েল আহমেদ জুয়েলকে।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির প্রায় ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপির নেতা ইলিয়াস আলীসহ ৬ হাজারেরও অধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে।

দেশে সয়াবিনের তেল নিয়ে সরকার তেলেসমাতি কারবার ঘটিয়েছে। ১০ টাকা করে চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতায় এসে এখন জনগণকে ৭০ টাকা কেজি চাল খাওয়ানো হচ্ছে। কৃষককে বিনামূল্যে সার দেয়ার কথা ছিল। সরকার তা দিতে ব্যর্থ হয়েছে। বিভিন্ন খাতে দুর্নীতি করে শেখ হাসিনার সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এ সময় মির্জা ফখরুল বলেন, আমি শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে বলছি, ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। দেশের মানুষ আপনাদের এদেশে থেকে বিতাড়িত করে দেবে।

তিনি আরও বলেন, ডিজিটাল আইন করে সরকার সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। এখন সাংবাদিকদের আরো নিয়ন্ত্রণে আরেকটি আইনের খসড়া তৈরি করা হচ্ছে অভিযোগ করেন মির্জা ফখরুল। উপজেলা বিএনপির সভাপতি ইউছূফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, বেন্জীর আহমেদ টিটু, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম-আহবায়ক নাছিরউদ্দিন নাছির, লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সফিউদ্দিন ভূঁইয়া সফু, আহারুল ইসলাম লাভলু, নাজমুল হাসান বাচ্চু ও ছালাউদ্দিন ডালিমসহ আরও অনেকে।

Leave a Reply