টিআইবির প্রতিবেদন ২০৩০ সালের মধ্যে দেশে দারিদ্র্য বাড়বে ১৫ শতাংশ
বুধবার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে টিআইবি আয়োজিত ‘বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসন, প্রাতিষ্ঠানিক ও প্রায়োগিক অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
মতবিনিময় সভায় প্রতিবেদন তুলে ধরেন টিআইবির জলবায়ু অর্থায়ন ও সুশাসন চ্যালেঞ্জের সমন্বয়ক মোঃ জাকির হোসেন খান। টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রমুখ।
প্রতিবেদনে বলা হয়, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের প্রায় ২ কোটি ৭ লাখ মানুষ সমুদ্রস্ফীতির ঝুঁকির শিকার হবে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আগামী ২০ বছরের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে অবস্থানকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্থান সবার শীর্ষে।