টিআইবির প্রতিবেদন, চট্টগ্রাম বন্দরে প্রতিদিন সাড়ে ৪৭ লাখ টাকা অবৈধ লেনদেন

14/07/2014 3:32 pmViews: 8
ঢাকা, ১৪ জুলাই  : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, চট্টগ্রাম বন্দরে নিয়মবহির্ভূতভাবে প্রতিদিন সাড়ে ৪৭ লাখ টাকা লেনদেন হয়। সোমবার দুপুরে রাজধানীর ব্র্যাক-ইন সেন্টারে টিআইবি আয়োজিত ‘চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউজে আমদানি রপ্তানি প্রক্রিয়ায় অটোমেশন-সুশাসনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা  প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউজে ব্যক্তিগত সমন্বয়কারী হিসেবে ৭০ জন ফালতু লোক কর্মরত আছে। এরা শুল্কায়নের বিভিন্ন পর্যায়ে লেনদেন করে। চট্টগ্রাম বন্দরে অবৈধভাবে প্রতিদিন সাড়ে ৪৭ লাখ টাকা লেনদেন হয়।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রণ করে ওইসব ফালতু লোক ও বদি আলম নামে দুটি চক্র। কর্মকর্তারা তাদের ওপর নির্ভরশীল। ওই ফালতু লোকরা কম্পিউটারের পাসওয়ার্ড জানা থাকায় ক্ষমতায় অপব্যবহার করে। বন্দরের অনিয়ম বন্ধ করতে শুল্কায়ন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের আওতায় আনার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির কর্মকর্তা মঞ্জুর-ই খোদা। এছাড়া টিআইবির টাস্ট্রি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান উপস্থিত ছিলেন।

Leave a Reply