টানা ১০০ সপ্তাহ শীর্ষে জকোভিচ

24/09/2013 8:49 pmViews: 7
45646567 ডেস্ক : এটিপি র‌্যাঙ্কিংয়ে টানা ১০০ সপ্তাহ শীর্ষে থাকার মাইলফলক স্পর্শ করলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। নবম খেলোয়াড় হিসেবে ২৬ বছর বয়সী সার্বিয়ান তারকা এই অনন্য কৃতিত্ব অর্জন করলেন।

এর আগে এই কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়রা হলেন- আন্দ্রে আগাসী (১০১ সপ্তাহ), রাফায়েল নাদাল (১০২), বিওন বর্গ (১০৯), জন ম্যাকেনরো (১৭০), জিমি কর্নস (২৬৮), ইভান লেন্ডল (২৭০), পিট স্যাম্প্রাস (২৮৬) এবং রজার ফেদেরার (৩০২)।
২০১১ সালের জুলাই মাসে প্রথমবারের মত র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন জকোভিচ। কিন্তু গত বছর তিন মাসের জন্য ফেদেরারের কাছে তাকে জায়গাটি ছেড়ে দিতে হয়। পরে গত নভেম্বরে আবারো হারানো সাম্রাজ্য ফিরে পান তিনি।
টানা তৃতীয়বারের মত শীর্ষস্থানে থেকে বছর শেষ করার পথে এখন এই সার্বিয়ান। বর্তমানে তার সংগৃহীত পয়েন্ট ১১,১২০। কিন্তু ১০,৮৬০ পয়েন্ট নিয়ে তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।
আগামী সপ্তাহে শুরু হওয়া চায়না ওপেনে শিরোপা ধরে রাখার লড়াইয়ে কোর্টে নামবেন জকোভিচ। তবে এই টুর্নামেন্টের ফাইনালে নিশ্চিত করতে পারলেই ২০১১ সালের জুলাইয়ের পর আবারও শীর্ষস্থান ফিরে পাবেন নাদাল।
এটিপি র‌্যাঙ্কিং: শীর্ষ ১০
অবস্থান খেলোয়াড় দেশ পয়েন্ট
১. নোভাক জকোভিচ সার্বিয়া ১১১২০
২. রায়ায়েল নাদাল স্পেন ১০৮৬০
৩. এন্ডি মারে যুক্তরাজ্য ৭০৭৫
৪. ডেফিড ফেরার স্পেন ৬৭১০
৫. রজার ফেদেরার সুইজারল্যান্ড ৪৫১৫
৬. টমাস বার্ডিচ চেক প্রজাতন্ত্র ৪৪৬০
৭. হুয়ান মার্টিন ডেল পোত্রো আর্জেন্টিনা ৪৪২৫
৮. জো-উইলফ্রিড সোঙ্গা ফ্রান্স ৩৩২৫
৯. রিচার্ড গ্যাসকোয়েট ফ্রান্স ৩১৬৫
১০. স্ট্যানিসলাস ওয়ারিনকা সুইজারল্যান্ড ৩১৫০

Leave a Reply