টানা চতুর্থবার অ্যাসেজ সিরিজ জিতলো ইংল্যান্ড
টেন্টব্রিজ টেস্টে অষ্ট্রেলিয়াকে হারিয়ে টানা চতুর্থবারের মতো অ্যাসেজ সিরিজ জিতলো ইংল্যান্ড।
শনিবার পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইনিংস ও ৭৮ রানে হার মেনেছে অস্ট্রেলিয়া। এই হারের ফলে ৩-১ ব্যবধানে সিরিজও হেরে গেল সফরকারীরা।
প্রথম ইনিংসে মাত্র ৬০ রানে অলআউট হয় ক্লার্ক বাহিনী। এরপর ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৩৯১ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৩ রানে। ফলে ইনিংস ও ৭৮ রানে জয় পায় ইংল্যান্ড।
বল হাতে বেন স্টোকস ৬টি উইকেট নিয়েছেন। ৩টি উইকেট নিয়েছেন মার্ক উড। অন্য উইকেটটি নিয়েছেন স্টুয়ার্ড ব্রড। তবে সবচেয়ে আলোচিত ঘটনা হলো এই ইনিংসে অতিরিক্ত রান এসেছে সবচেয়ে বেশী।
এদিকে অ্যাশেজ সিরিজে পরাজয়ের পর ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন অষ্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক! টেন্টব্রিজ টেস্টে হেরেই অবসরের খবর অস্ট্রেলিয়ান মিডিয়ার শিরোনামে উঠে এসেছে।এটি হলে সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে থাকছেন না ক্লার্ক।
২০১১-তে পন্টিংয়ের অবসরের পর ক্লার্ক অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার দায়িত্ব নেন৷ ক্লার্ক অবসরে গেলে দলের দক্ষ ব্যাটসম্যান স্টিভ স্মিথই পরবর্তী অধিনায়ক হবেন৷ গত বছর ভারতের বিরুদ্ধে ক্লার্ক চোটের জন্য খেলতে পারেননি৷ সেসময় স্মিথের নেতৃত্বেই অস্ট্রেলিয়া ঘরের মাঠে সিরিজ জিতে নেয়৷