টাঙ্গাইল-৪ উপনির্বাচন: কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের বিষয়ে আদেশ মঙ্গলবার

14/03/2016 3:45 pmViews: 4
টাঙ্গাইল-৪ উপনির্বাচন: কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের বিষয়ে আদেশ মঙ্গলবার
 
টাঙ্গাইল-৪ উপনির্বাচন: কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের বিষয়ে আদেশ মঙ্গলবার
টাঙ্গাইল-৪ উপ নির্বাচনে মনোনয়ন পত্র গ্রহণের জন্য করা রিট আবেদন খারিজের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এ বিষয়ে আদেশ দিবেন।
গত ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র গ্রহণের জন্য চেয়ে করা বঙ্গবীর কাদের সিদ্দিকীর রিট খারিজ করে দেয় আপিল বিভাগ। এই খারিজের রায়ের বিরুদ্ধে আপিল করেন কাদের সিদ্দিকী।
আপিলের পক্ষে অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী ও নির্বাচন কমিশনের পক্ষে ব্যারিস্টার ইয়াসিন খান ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। শুনানি শেষে আদালত মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য করেন।

Leave a Reply