টাঙ্গাইলে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২
টাঙ্গাইলে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুর্ণিতে ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। নিহতের নাম মোকাদ্দেস আলী (৭০)।
গোড়াই হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোজাম্মেল হোসেন জানান, ভূঞাপুর থেকে বালু ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-০৩৭৩) ঢাকার দিকে যাওয়ার পথে মির্জাপুর উপজেলার কুর্ণি এলাকায় এলে রাস্তা পারাপারের সময় মোকাদ্দেস আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বাড়ি মির্জাপুর উপজেলার ইছাইল গ্রামে। আহত হয় আরাফাত (৭) নামের হেফজ খানায় পড়া তার এক নাতি। মোকাদ্দেস তার নাতিকে মাদ্রাসায় পৌঁছে দেয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে গতিরোধক নির্মাণের প্রতিশ্র“তি দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। পুলিশ ট্রাকটি আটক করেছে। অপরদিকে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারুটিয়ায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়। নিহত স্কুল ছাত্রী তারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। সে তারুটিয়া পালবাড়ী দিলিপ পালের মেয়ে দিপ্তি পাল। এলাকাবাসি জানায়, ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস ছাত্রীটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে গতিরোধক নির্মাণের প্রতিশ্র“তি দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। পুলিশ বাসটি আটক করেছে। |