টাঙ্গাইলে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। নিহত অপরজন হচ্ছেন রোগীবাহী অ্যাম্বুলেন্সের চালক।
শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল নয়া দিগন্তকে জানান, একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্সটি কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মাছভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। তারা গুরুতর আহত অবস্থায় সাতজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আরো দু’জনের মৃত্যু ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে চারজন একই পরিবারের বলে জানা গেছে। তাদের মধ্যে দু’জন নারী রয়েছেন।