টাকা ছিনতাই মামলায় ৩ পুলিশকে জেলগেটে জিজ্ঞাসার নির্দেশ

06/10/2013 5:20 pmViews: 10

99875446131
স্টাফ রিপোর্টার:হুন্ডি ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় কোতোয়ালি থানার উপপরিদর্শক আবদুল কাইয়ুমসহ তিন পুলিশকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম সাবরিনা আলী রবিবার এ আদেশ দেন। আবদুল কাইয়ুম ছাড়াও অপর দুই রিমান্ডপ্রাপ্ত আসামি হলেন কনস্টেবল আবুল খায়ের ও আলমগীর হোসেন। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে সাতদিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা পুলিশ হয়েও দুই হুন্ডি ব্যবসায়ীকে অপহরণ করে প্রায় সোয়া ৩০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার সময় জনতা তাদের ধরে ফেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা টাকা ছিনিয়ে নেয়ার কথা স্বীকার করেছেন।

এ ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নেয়া প্রয়োজন। অপরদিকে রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি কাজী নজিবুল্লাহ হীরু। হীরু আদালতকে বলেন, ‘আসামিরা পরিস্থিতির শিকার। তারা ছিনতাইয়ের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। ষড়যন্ত্র করে তাদের ফাঁসানো হয়েছে। রিমান্ড আবেদন বাতিল করে তাদের জামিন দেয়া হোক।’ শুনানি শেষে বিচারক আসামিদের তিন কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

Leave a Reply