টাইফুনের আঘাতে জাপানে ১৩ জনের মৃত্যু

16/10/2013 5:52 pmViews: 7

taipunডেস্ক : শক্তিশালী টাইফুন উইপার আঘাতে জাপানে অন্ততপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর প্রভাবে টোকিওর দক্ষিণাঞ্চলীয় ইজু ওশিমা দ্বীপে ভূমিধসের পাশাপাশি বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। বাড়ি বিধ্বস্ত ও ভ’মিধসে চাপা পড়ে বেশ কয়েকজন মারা গেছেন। কাছের নদীতে দুইজনের লাশ পাওয়া গেছে।

ইজু ওশিমা দ্বীপে আগ্নেয়গিরি রয়েছে এবং এটি পর্যটকদের কাছে জনপ্রিয়। দ্বীপটিতে প্রায় ৮ হাজার মানুষ বসবাস করে।

টাইফুনের কারণে টোকিওর বিমান চলাচল বাতিল করা হয়েছে। পাশাপাশি বুলেট ট্রেন সার্ভিস বন্ধ এবং স্কুলেও ছুটি ঘোষণা করা হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থার প্রধান হিরোউকি উচিদা মঙ্গলবার সাংবাদিকদের বলেন, টোকিওর পাশ দিয়ে যাওয়া ১০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় এটি।

বুধবার সকালে ইজু ওশিমা দ্বীপের ওপর দিয়ে ঘণ্টায় ৭৫ মাইল বেগে ঝড়টি অতিক্রম করে। এর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়।

ওই দ্বীপের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ১৩ জনের লাশ পাওয়া গেছে। আরো ৫০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

দ্বীপটির কর্মকর্তা হিনানি উয়েমাতসু বলেন, “ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সে ব্যাপারে আমাদের কোন ধারণা নেই।”

টোকিওতে বিমানের প্রায় ৪শ’ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রায় ২০ হাজার মানুষকে উপদ্রুত অঞ্চল থেকে জোর করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হাজার হাজার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। টাইফুন উইপা বুধবার দিন শেষে উত্তর-পূর্বাঞ্চল দিয়ে গিয়ে দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply