টাইগারদের বোলিং তোপে ১৬২ রানে গুটিয়ে গেল দ. আফ্রিকা

12/07/2015 8:29 pmViews: 8
টাইগারদের বোলিং তোপে ১৬২ রানে গুটিয়ে গেল দ. আফ্রিকা

 ১২ জুলাই, ২০১৫

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফররত দক্ষিণ আফ্রিকা ৪৬ ওভারে ১৬২ রানে অলআউট হয়েছে।

রোববার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা। কিন্তু তার সেই সিদ্ধান্ত ভুল প্রমাণিত করেন বাংলাদেশের বোলার ও ফিল্ডাররা। বাংলাদেশের বোলাররা আগুন ঝড়া বোলিং করতে থাকেন। কেননা আজকের ম্যাচ জিততে না পারলে সিরিজ হারতে হবে টাইগারদের।

আফ্রিকার ইনিংসে গোড়া পত্তন করতে আসেন দুই ওপেনার কুইনটন ডি কক এবং হাশিম আমলা। শুরু থেকেই আক্রমণাত্মক বল করতে থাকেন কাটার মাস্টার মুস্তাফিজ এবং নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের পক্ষে প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজ। ডি কককে আউট করেন তিনি। এর পর নিয়মিত বিরতিতে আফ্রিকার উইকেট পড়তে থাকে। দলীয় ১৬ রানে ককের আউটের পর ৪৫ রানে হাশিম আমলাকে বোল্ড করেন রুবেল হোসেন। হাশিম আমলা ২২ রান করেন। দলীয় ৫৯ রানে ব্যক্তিগত ৪ রানে রুশো আউট হলে চাপে পড়ে আফ্রিকা। রুশোকে বোল্ড করেন বোলিংয়ে নিয়মিত সফলতা পাওয়া নাসির হোসেন। এরপর ৭৪ রানে মিলারকে ফেরান মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যক্তিগত ৪১ এবং দলীয় ৯৩ রানে ডু প্লেসিস আউট হলে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফ্রিকা। ডু প্লেসিস আউট হলে খুব দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান ডুমিনি (১৩) এবং মরিস (১২)। ডুমিনিকে মুস্তাফিজ এবং মরিসকে রুবেল আউট করেন। এরপর বাদরিন এবং রাবাদা ৩০ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। তবে ৪১তম ওভারের শেষ বলে আবারও আঘাত হানেন মুস্তাফিজ। রাবাদাকে ব্যক্তিগত ১০ রানে বোল্ড করে নিজের তৃতীয় শিকার তুলে নেন তরুণ এ পেসার। ইনিংসের ৪৫ তম ওভারে অ্যাবটকে আউট করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন নাসির হোসেন। ৪৬তম ওভারে  বল করতে আসেন মাশরাফি। ওভারের শেষ বলে বাদরিন ওভার বাউন্ডারি মারতে গেলে নাসিরের হাতে ধরা পড়লে ১৬২ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ফলে ১৬৩ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে বোলাররা তাদের কাজ ভালোভাবেই সম্পন্ন করেছে। এবার দেখার বিষয় ব্যাটসম্যানরা তাদের সামর্থ্যের প্রমাণ দিতে পারে কি না। বোলিং-ফিল্ডিং এবং ব্যাটিং এই তিনের কম্বিনেশন যদি ঠিক হয় তাহলেই সিরিজে সমতা আনতে পারবে বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে জিতে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে আফ্রিকা। সিরিজে সমতা আনতে জয়ের বিকল্প নেই টাইগারদের। আগামী ১৫ তারিখে চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

Leave a Reply