টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডেও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তারা তাদের অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে স্বাগত জানান। তারা ক্রিকেট টিমের উত্তোরত্তর সাফল্য কামণা করেন। উল্লেখ্য, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের সাত উইকেটে হারায় টাইগাররা।