টঙ্গীতে বিশ্ব ইজতেমার ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুক্রবার জুম্মার নামাজের পর শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এসে পৌঁছেছে। ৫ দিনের এই জোড় নেওয়ালী জামাতের ৫ হাজার মুরব্বীর মাধ্যমে কয়েক লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন। বিদেশিরাও এই জোড় ইজতেমায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
তিন চিল্লা এবং হাল্কা ওয়ারি অনুষ্ঠানে জুম্মার দিন বয়ান এবং মোনাজাত করবেন দিল্লীর মাওলানা জুবায়ের হাসান, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা ওয়াসিব হুসাইন প্রমুখ।
টঙ্গীর বিশিষ্ট সমাজসেবক জুড়নেওয়ালী জামায়াতের অন্যতম সহযোগী আমির মো. জামির আলী জানান, গত বছরের মতো এবারও দু’পর্বে শুরু হবে বিশ্ব ইজতেমা। আর এ বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে জামাতভুক্ত পুরাতন সাথীদের নিয়ে প্রতি বছরের মতো এবার বার্ষিক জোড় ইজতেমা শুরু হয়েছে। টানা ৫ দিন জোড় ইজতেমা শেষেই বিশ্ব ইজতেমার প্যান্ডেল নির্মাণসহ যাবতীয় কাজ শুরু করা হবে।
আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে দু’পর্বে ৬ দিনব্যাপী বিশ্ব ইজতেমা। প্রথম পর্বের তিনদিনের ইজতেমা হবে ২৪-২৬ জানুয়ারি। ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় পর্বের ইজতেমা। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে বিশ্ব ইজতেমা।
এদিকে প্রতিবারের মতো এবারও বিশ্ব ইজতেমায় নেয়া হবে র্যাব-পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। আর এই জোড় ইজতেমাকে ঘিরেও পুলিশ প্রশাসন ইজতেমা মাঠ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।