ঝুঁকিপূর্ণ কেন্দ্রে মেটাল ডিটেক্টর বসাবে ইসি

29/12/2013 7:54 amViews: 7

দশম জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে মেটাল ডিটেক্টর স্থাপন করবে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন এসব কেন্দ্রে ভোটারদের দেহতল্লাশির পরই তারা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত ও যেকোন ধরনের নাশকতা এড়াতে কমিশন এমন পদক্ষেপ নিয়েছে।

নির্বাচন কমিশনের আইন-শৃঙ্খলা সংক্রান্ত পরিপত্রে মেটাল ডিটেক্টর ব্যবহারের কথা বলা উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তাদের কার্যকরী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ৫ জানুয়ারি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতসহ নিরবিচ্ছিন্ন টহলের ব্যবস্থা জোরদার করার কথাও উল্লেখ করা হয়েছে পরিপত্রে।

এছাড়া গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিংয়ের ব্যবস্থা করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যবস্থা ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত জোরদার থাকবে।

নির্বাচনকালীন সময়ে দায়িত্বরত যেকোন ব্যক্তি আহত হলে সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে । আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা বা স্থানান্তরের জন্য হেলিকপ্টার সুবিধা রাখার কথা বলা হয়েছে ইসির পরিপত্রে ।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার একজন জ্যেষ্ঠ সহকারি সচিব ঢাকাটাইমসকে জানান, গোয়েন্দা সংস্থার দেওয়া প্রতিবেদন অনুযায়ী ভোটারদের মাঝে ভীতি ছড়ানো ছাড়াও ভোটকেন্দ্র এবং ভোটার এলাকায় নাশকতার আশঙ্কা করা হচ্ছে। তাই এবারই প্রথম গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে মেটাল ডিটেক্টর স্থাপনের পদক্ষেপ নেয়া হচ্ছে।

Leave a Reply