ঝিনাইদহে ব্যাংকের নিরাপত্তারক্ষী খুন, ৭২ লাখ টাকা লুট
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ইসলামী ব্যাংকের নিরাপত্তারক্ষী আয়ুব হোসেনকে (৫৫) হত্যা করে ব্যাংকের লকার ভেঙে ৭২ লক্ষ টাকা লুট করেছে দৃর্বুত্তরা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যাংকের তালা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আয়ুব হোসেন যশোর সদর উপজেলার রাজারহাট কচুয়াবাজার গ্রামের মৃত বাবু শেখের ছেলে।
ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, বৃহস্পতিবার রাত ৮টা থেকে আয়ুব হোসেনের ডিউটি ছিল। শুক্রবার সকালে অন্য সিকিউরিটি গার্ড এসে ব্যাংকের প্রধান প্রবেশ গেট তালাবদ্ধ অবস্থা দেখে ডাকাডাকি করে। এরপর তার কোনো সাড়া শব্দ না পেয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। গার্ড আয়ুব হোসেনকে সারা দিনেও খুজে না পেয়ে কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাংকের তিন তলা ভবনের তৃতীয় তলার সিড়ি থেকে গার্ড আয়ুব হোসেনের লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ওসি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে ব্যংকের গার্ড আয়ুব হোসেনের লাশ দেখতে পেয়ে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
গার্ড আয়ুব হোসেনকে কে কখন এবং কি ভাবে হত্যা করা হয়েছে তা পুলিশ জানাতে পারেনি।। তবে তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন আরও জানান, গার্ডকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। বিষয়টি আমরা তদন্ত করছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে খবর পেয়ে ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।