ঝিনাইদহে নবম শ্রেণিতে পড়ুয়া রিকশাচালক খুন
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকূপায় নবম শ্রেণির এক ছাত্রকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আল মামুন (১৬) উপজেলার বাগানপাড়ার আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে।
শৈলকূপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে ফুলহরি গ্রামের হাই স্কুলের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, মামুন আলমডাঙ্গা হাই স্কুলে নবম শ্রেণিতে লেখাপড়ার পাশাপাশি বাবার রিকশা চালিয়ে সংসারে সহযোগিতা করতো।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার রিকশা চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে খেয়ে ঘুমাতে যায় মামুন। রাত ৯টার দিকে দুজন অপরিচিত লোক তাকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি।
সকালে হাইস্কুলের সামনে একটি শিম ক্ষেতের পাশে লাশ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়।
ওসি বলেন, শ্বাসরোধে মামুনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফুলহরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ বিশ্বাস জানান, মামুনের হাটু, নাক ও কানের পাশে হালকা আঘাতের চিহ্ন আছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে