ঝিনাইদহে ট্রাকচাপায় চার টেম্পো আরোহী নিহত

30/01/2015 10:45 amViews: 9

ঝিনাইদহ: জেলার শৈলকুপায় ট্রাকের ধাক্কায় চার পান ব্যবসাসী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অপর চার জন ।

শুক্রবার সকাল ৬টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের দুধসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শৈলকুপা উপজেলার চরপাড়া গ্রামের আমিরুল ইসলাম, কানাপুকুরিয়া গ্রামের সগির উদ্দিন, মজিবর আলী ও রেজাউল ইসলাম। আহতরা হলেন-ওই এলাকার মিলন, আলমগীর, নূরুল ইসলাম ও মোমিন হোসেন।

শৈলকুপা থানার ওসি এমএ হাসেম খান বাংলামেইকে জানান, সকালে শৈলকুপা উপজেলার চড়িয়ার বিল চরপাড়া গ্রাম থেকে আট পান ব্যবসায়ী একটি টেম্পু ভাড়া করে ঝিনাইদহের বৈডাঙ্গা পানের  হাটে যাচ্ছিল। টেম্পুটি দুধসর এলাকায় পৌঁছালে ঝিনাইদহগামী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চার পান ব্যবসায়ী নিহত ও অপর চারজন আহত হন।

আহতদের উদ্ধার করে তিন জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply