ঝালকাঠি নির্বাচন অফিসে বোমা বিস্ফোরণ
ঝালকাঠি জেলা নির্বাচন অফিসের জানালায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বোমা বিস্ফোরণে কার্যালয়ের জানালা ভেঙ্গে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ শীল মনি চাকমা জানান, ‘রাতে নির্বাচন অফিসের জানালায় কেউ বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে গেছে।’
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এছাড়া শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানান ওসি।