জয় করার মানসিকতায় দেশকে এগিয়ে নিতে হবে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কাউটদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যেকোনো পরিস্থিতিতে জয় করার মানসিকতা নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
শনিবার সকালে জাতীয় কাব কাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাব কাম্পুরীর উদ্বোধন করেন তিনি।
কাব স্কাউট সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি এখন বুড়ি দাদু। আমাদের ভবিষ্যৎ তোমরা। তোমাদের হাতে দেশটাকে দিয়ে যাবো, তোমরাই আগামী দিনে দেশকে পরিচালনা করবে। তোমাদের মধ্য থেকেই আগামী দিনে প্রাধানমন্ত্রী, মন্ত্রী-সচিব হবে। সোনার বাংলার সোনার ছেলে হিসেবে নিজেদের কাজ করতে হবে।
সবাইকে আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী জাতি। বঙ্গবন্ধু বলেছেন, আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমাদের এই আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে।