জয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের
ঢাকা : কাঙ্ক্ষিত জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু হলো বাংলাদেশ ক্রিকেট দলের। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের বিশাল জয় পেয়েছে মাশরাফির দল।
বিশ্বকাপ শুরুর আগে পরপর ৪টি প্রস্তুতি ম্যাচে হার। তারপর আবার ওয়ানডে ক্রিকেটে একমাত্র মোকাবিলাতেই আফগানদের বিপক্ষে হারের তিক্ত অভিজ্ঞতা। সব মিলিয়ে ম্যাচের আগে অনেক কথাই উঠেছিলো বাতাসে। কিন্তু ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে আফগানদের এক প্রকার উড়িয়ে দিয়ে রাজকীয়ভাবে বিশ্ব আসর শুরু করলো টাইগাররা।
বুধবার টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুই ওপেনার শুরুটাও এনে দিয়েছিলেন বেশ ভালোই। প্রথম উইকেটে ৪৭ রান তোলেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়।
তবে মাত্র ৫ রানের ব্যবধানে তামিম (১৯) ও এনামুল (২৯) ফিরলে কিছুটা চাপে পরে বাংলাদেশ। অবশ্য তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা ভাবেই কাটিয়ে তোলেন সৌম্য সরকার (২৮) এবং মাহমুদুল্লাহ রিয়াদ (২৩)।
এক পর্যায়ে অল্পরানের ব্যবধানে ফিরেন এই দুইজন। তবে এতে হতাশ হতে হয়নি বাংলাদেশের সমর্থকদের। কারণ এরপর উইকেটে এসে অসাধারণ এক জুটি গড়েন সাকিব আল-হাসান ও মুশফিকুর রহিম।
উইকেটে থাকা অবস্থায় পুরোটা সময় আক্রমণাত্মক খেলেছেন দেশের সেরা এই দুই ব্যাটসম্যান। পঞ্চম উইকেটে মাত্র ৯৩ বলে মোকাবিলা করে ১১৪ রান তোলেন সাকিব-মুশফিক। মূলত এই জুটিতেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।
শেষ দিকে ভালো ব্যাটিং করতে পারেননি লেয়ার অর্ডার ব্যাটসম্যানরা। দলীয় ২২৩ রানের মাথায় সাকিব আউট হওয়ার পর লেয়ার অর্ডারে তেমন কেউই দাড়াতে পারেনি। মাত্র ৩৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৭ রান তোলে বাংলাদেশ।
মুশফিকুর রহিম মাত্র ৫৬ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৭১ রান করেন। সাকিব আল-হাসান ৫১ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৩ রান করেছেন। শেষ দিকে অধিনায়ক মাশরাফি মাত্র ৯ বল খেলে ৩টি চারের সাহায্যে ১৪ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছন।
এরপর ছুঁড়ে দেওয়া ২৬৮ রানের টার্গেটে আফগানরা ব্যাট করতে নামলে শুরুতে তাদের বড় ধাক্কা দেয় টাইগার পেসাররা। মাত্র ৩ রানেই ৩টি উইকেট তুলে নেন দুই পেসার মাশরাফি এবং রুবেল হোসেন। শুরু এই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি বিশ্বকাপের নবীন দলটি। ফলে শেষ পর্যন্ত ৪২.৫ ওভারে মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান।
আফগানদের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক মোহাম্মদ নবি। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান এসেছে সামিউল্লাহ শেনওয়ারির ব্যাট থেকে।
আসরে নিজেদের প্রথম ম্যাচে বল হাতে বাংলাদেশের সব বোলারাই ছিলেন দুর্দান্ত। কিন্তু সবাইকে ছাপিয়ে বোলারদের হিরো অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৯ ওভার বল করে ২টি মেডেনে মাত্র ২০ রানে তিনটি উইকেট দখল করেছেন দেশ সেরা এই পেসার।
সাকিব আল-হাসান দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠেছেন দারুণ ভাবে। ৮.৫ ওভার বল করে ৪৩ রানে বিনিময়ে তুলে নিয়েছেন ২টি উইকেট।
এছাড়া রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মাহমুুদুল্লাহ রিয়াদ ১টি করে উইকেট দখল করেছেন।
দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ৫০ ওভারে ২৬৭ (এনামুল ২৯, তামিম ১৯, সৌম্য ২৮, মাহমুদুল্লাহ ২৩, সাকিব ৬৩ মুশফিক ৭১, সাব্বির ৩, মাশরাফি ১৪, মুমিনুল ৩, রুবেল ০*, তাসকিন ১; শাপুর ২/২০, আশরাফ ২/৩২, আফতাব ২/৫৫, হাসান ২/৬১)
আফগানিস্তান : ৪২.৫ ওভারে ১৬২ (আহমাদি ১, আফসার ১, নওরোজ ২৭, আসগর ১, সামিউল্লাহ ৪২, নবী ৪৪, নাজিবুল্লাহ ১৭, আশরাফ ১৭, আফতাব ১৪, হাসান ১৪, শাপুর ২*; মাশরাফি ৩/২০, সাকিব ২/৪৩, তাসকিন ১/২৩, রুবেল ১/২৭, মাহমুদুল্লাহ ১/৩১)