জয়ার নতুন মিশন
জয়ার নতুন মিশন
সমপ্রতি কলকাতায় মুক্তি পাওয়া ‘রাজকাহিনী’ ছবিটি নিয়ে বেশ খোশ মেজাজে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার অবশ্য কারণও রয়েছে। জয়া অভিনীত এ ছবিটি ব্যাপক সাড়া জাগিয়েছে। সে সঙ্গে এতে জয়ার অভিনয়ও। আর তাই কলকাতায় তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, জয়ার অভিনয় দেখে কলকাতার দর্শক বেশ প্রশংসা করছেন। এ মুহূর্তে সেখানেই অবস্থান করছেন জনপ্রিয় এ অভিনেত্রী। প্রতিদিনই যোগ দিচ্ছেন সৃজিত মুখার্জির পরিচালনায় ‘রাজকাহিনী’ ছবির প্রচার-প্রচারণায়। তবে দেশে ফিরতে হবে তাকে। জয়াকে নামতে হবে নতুন মিশনে। এরই মধ্যে তাকে নিয়ে নির্মাণের পরিকল্পনা অনুযায়ী ‘পুত্র’ ছবিটির কাজ শুরু হয়ে গেছে। বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজানায় এ ছবি পরিচালনা করছেন নাট্যনির্মাতা সাইফুল ইসলাম মান্নু। বিশেষত শিশু ও নারীর অধিকার বিষয়ে সচেনতা বৃদ্ধির লক্ষ্যে নির্মাণ হচ্ছে ‘পুত্র’। গত রোববার চ্যানেল আই স্টুডিও সেটে ছবির প্রথম দিনের দৃশ্যায়ন শেষ হয়। আজ থেকে বাকি অংশের কাজ শুরু হবে। শিগগিরই জয়া দেশে ফিরবেন। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ২৭শে অক্টোবর থেকে শুটিংয়ে যোগ দেবেন তিনি। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন হারুন রশীদ। ঢাকার পাশাপাশি গাজীপুর ও রাজবাড়ীতে এর দৃশ্যধারণ হবে। উল্লেখ্য, একসময়ের ছোট পর্দার প্রিয় মুখ জয়া বর্তমানে কাজ করছেন দুই বাংলার চলচ্চিত্রে। রুপালি পর্দায় তিনি প্রথম পা রাখেন ২০০৪ সালে ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ ছবিটির মাধ্যমে। এরপর ধারাবাহিকভাবে কাজ করেছেন ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ও ‘চোরাবালি’ ছবিতে। ‘গেরিলা’ ছবিটির মাধ্যমে তিনি ২০১১ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন। এরপরে জয়া অভিনয় করেন নাটক নির্মাতা রেদওয়ান রনির ‘চোরাবালি’ ছবিতে। পরিচালকের এটি প্রথম ছবি হওয়ায় বেশ যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেন। এতে জয়ার অভিনয় ছিল লক্ষ্য করার মতো। আর সেটাও প্রমাণ পাওয়া গেছে এ ছবিতে সেরা অভিনয় শিল্পী হিসেবে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হতে দেখে। তবে একই ঘরানার ছবিতে অভিনয় করতে করতে যেন হাঁপিয়ে উঠেছিলেন জয়া। নিজেকে বৃত্তের বাইরে নিয়ে এলেন। আর সেটা করে দেখালেন বাণিজ্যিক ঘরানার ছবিতে নাম লেখিয়ে। ২০১৩ সালে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’তে চুক্তিবদ্ধ হন জয়া। ছবিটিতে তার বিপরীতে নায়ক হিসেবে পান ঢালিউডের কিং খান বলে খ্যাত শাকিব খানকে। শাকিব-জয়া-শুভ এই তিন জনের প্রেম রসায়নে ছবিটি হিট। বিশেষ করে ছবিতে শুভ-জয়াকে নিয়ে মালয়েশিয়া নির্মিত চন্দন সিনহার ‘আমি নিঃস্ব হয়ে যাব জান না’, ‘যখন তোমায় পাব না’ গানটি বেশ সাড়া ফেলে। ছবিটি মুক্তি পায় ২০১৩ সালে। ব্যক্তি জীবনের হতাশা কখনোই জয়ার অভিনয়ে কোন প্রভাব ফেলতে পারেনি। আর তাইতো তিনি ভক্তদের জন্য নিয়মিতভাবে ভাল কাজ উপহার দিয়ে যাচ্ছেন। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবিটির সাফল্য লাভের পর পরিচালক সাফিউদ্দিন সাফি এবার নির্মাণ করছেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’। সিনেমাতে ফের জয়া-শাকিব জুটিকে দর্শক পর্দায় দেখতে পাবেন।