জয়পুরহাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

05/05/2015 1:10 pmViews: 4

জয়পুরহাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
জয়পুরহাট প্রতিনিধি | ৫ মে ২০১৫, মঙ্গলবার, ১১:০৪

জয়পুরহাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। নিহত দুই জন ডাকাতদলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। পাঁচবিবি উপজেলায় ভুতগাড়ি এলাকায় সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ আরও জানায়, এ সময় দুই পুলিশ সদস্যসহ আরও এক ‘ডাকাত’ আহত হয়েছেন। তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোল্লা নজরুল ইসলাম জানান, সোমবার গভীর রাতে সিরট্রি-ভুতগাড়ি সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতদল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি বর্ষণ করে। তখন পুলিশও পাল্টা গুলি চালালে দুই ডাকাত নিহত হন। এ ঘটনায় দুই পুলিশ ও আরও এক ডাকাত আহত হয়। ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply