জ্যাকুলিন-সাল্লুর সম্পর্কে টানাপড়েন ?
জ্যাকুলিন-সাল্লুর সম্পর্কে টানাপড়েন ?
বলিউডের সাল্লু ভাই প্রযোজিত ‘হিরো’র আইটেম গান থেকে বাদ পড়ার পর এবার ‘কিক ২’ থেকেও ছিটকে পড়েছেন শ্রীলঙ্কান মডেল ও অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। তবে ‘কিক’ চলচ্চিত্রে তাকে নিয়ে জুটি বেঁধেছিলেন সালমান খান। ‘হিরো’তে আইটেম গানের প্রস্তাবও দিয়েছিলেন তিনি নিজেই।
এমন সুসম্পর্কের খবর বলিউড পাড়ায় চাউর হওয়ার পর এখন বলিউডে সালমান-জ্যাকুলিন সম্পর্কের ফাটল ধরেছে বলে গুঞ্জণ উঠেছে। গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার মামলার রায় নিয়ে জ্যাকুলিনের প্রতিক্রিয়াহীনতাই এ ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে।
সালমান খানের রায় নিয়ে আলোচনার কোথাও জ্যাকুলিনকে দেখা যায়নি। বলিউডের প্রথম সারির তারকারা রায়ের আগে ও পরে সালমানের বাড়ি গিয়েছিলেন। যারা যেতে পারেননি তারা টুইট করে প্রতিক্রিয়া জানিয়েছেন। সালমানের পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। সেখানে জ্যাকুলিন একদম লাপাত্তা। যদিও পরে শোনা যায় তিনি ছুটিতে অন্য কোথাও ছিলেন।
বিজনেস অব সিনেমা জানায়, সাজিদ নাদিয়ারওয়ালা পরিচালিত ‘কিক’ এর সিক্যুয়াল হতে যাচ্ছে। আর তাতে থাকছেন না জ্যাকুলিন।
সম্প্রতি দুবাইয়ে এক সাক্ষাৎকারে ‘কিক ২’ প্রসঙ্গে ‘বাজরঙ্গী ভাইজান’ তারকা বলেন, ‘সাজিদ ও আমি একসঙ্গে কাজ করব। তবে সেখানে জ্যাকুলিন থাকছেন না। তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অন্য কাউকে এই সিনেমায় দেখা যাবে।’