জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে জামায়াতের বিক্ষোভ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে জামায়াতের বিক্ষোভ
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় নেতারা জনস্বার্থে সরকারকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান।
ঢাকা জেলা দক্ষিণ জামায়াত : জ্বালানি তেলের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং জ্বালানির দাম যৌক্তিক পর্যায়ে রাখার দাবিতে জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জ জনি টাওয়ার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কদমতলী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জেলা দক্ষিণের আমির মাওলানা দেলাওয়ার হোসাইন বলেন, সরকার দুর্নীতি মাধ্যমে নিজেদের পকেট ভারী করার জন্যই অস্বাভাবিকভাবে জ্বালানির মূল্য বৃদ্ধি করেছে। তারা অতীতে দেশের বিদ্যুৎঘাটতি পূরণের কথা বলে কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। মূলত, জ্বালানির মূল্যবৃদ্ধি সরকারের একটি গণবিরোধী সিদ্ধান্ত। তিনি সরকারকে ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান। অন্যথায় রাজপথের গণ-আন্দোলনের মাধ্যমে জনগণ সরকারকে দাবি মানতে বাধ্য করবে।
সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা সেক্রেটারি মো: শাহিনুর ইসলাম, সহকারী সেক্রেটারি এ বি এম কামাল হোসাইন ও ছাত্রশিবিরের জেলা সভাপতি মাঈনুল ইসলামসহ জেলা ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ। বিপুলসংখ্যক সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
কুষ্টিয়া সংবাদদাতা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ৩টার দিকে শহরের সিঙ্গার মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বড় বাজার রেলগেটে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জেলা ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ দিকে শান্তিপূর্ণ মিছিল শেষে পুলিশ বিভিন্ন স্থান থেকে জামায়াতের সাতজনকে আটক করেছে বলে পুলিশ জানায়।
নোয়াখালী অফিস জানায়, গতকাল সোমবার নোয়াখালীতে জামায়াতের এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন ফারুক, নোয়াখালী বারের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলাম, শহর জামায়াতের আমির মাওলানা মোহামদ ইউসুফ, ছাত্রশিবির শহর সভাপতি সাইফুল্লাহ সাইফ, শহর জামায়াতর সেক্রেটারি মো: আবু তাহের, জামায়াত নেতা মোহাম্মদ মায়াজ, দেলোয়ার হোসেন, আবদুল্লাহ আল রাকিব ও দীন মোহাম্মদ মোহাম্মদ, নাজমুল হুদার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সাতক্ষীরা সংবাদদাতা জানায়, জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের জজকোর্ট এলাকায় সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে মাওলানা আজিজুর রহমান বলেন, সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের মাধ্যমে জাতিকে অন্ধকারে রেখে অবৈধ সরকার অযৌক্তিকভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তিনি।
এ সময় জামায়েত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শরীয়তপুর সংবাদদাতা জানান, অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বাদ মাগরিব শরীয়তপুর জেলা শহরের পালং উত্তর বাজার জামে মসজিদের সামন থেকে মিছিলটি বের হয়ে পালং কাঁচাবাজারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি কে এম মকবুল হোসাইন, শরীয়তপুর পৌরসভা নায়েবে আমির মো: শহীদুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকার অন্যায়ভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। এ সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এ অনৈতিক সিদ্ধান্ত নিতে পারত না। আমরা অনতিবিলম্বে সরকারের এ অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।